শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মতবিনিময়

চট্টগ্রাম অফিস
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ বুকিং বিষয়ে চলমান বিরোধ নিষ্পত্তিসহ ও শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নৌ-বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফ, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কনভেনর নুরুল হক, সংশ্লিষ্ট জাহাজ মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, 'সরকার আন্তরিকতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করছে। এজন্য আমরা নৌপরিবহণ প্রতিমন্ত্রীর নির্দেশে বিবদমান সব পক্ষের সাথে নিয়মিত বৈঠক করে জাহাজ বুকিংয়ের জন্য সব পক্ষের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করেছি। এই কমিটির নেতৃত্বে আগামী সপ্তাহ থেকে নতুন সিরিয়াল দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে