চাঁদপুরের ফরিদগঞ্জে গলা কেটে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে এসে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এছাড়াও নেয়াখালীর সুবর্ণচরে খাল থেকে পা বাঁধা অবস্থায় এক নারীর এবং বাগেরহাটের ফকিরহাটে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে বাবার বাড়িতে খুন হলেন মমতাজ বেগম রিক্তা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী। গত বুধবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চর মান্দারি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার মমতাজ বেগম রিক্তা ওই গ্রামের মৃত এমদাদ উল্যার মেয়ে ও চট্টগ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতের বোনের ছেলে বাপ্পি (১৮) জানান, 'প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খালাম্মাকে দেখেছি বাড়িতে চলে যান। রাত ৮টা নাগাদ বাড়িতে গিয়ে খালাম্মাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ঘরের মেঝেতে রক্ত দেখে বাড়ির লোকজনকে জানাই। পরবর্তীতে টয়লেটের ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় রক্তাক্ত মৃতদেহ দেখতে পাই। ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটি একটি হত্যাকান্ড। মরদেহের গলায়, পায়ে ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। কাউকে আটক করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে চুরি করতে এসে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামক এক ব্যক্তির মৃতু্য হয়েছে। তার বাড়ি উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে। গত বুধবার দিনগত রাত ৩টার দিকে গণপিটুনিতে ইসরাফিলের মৃতু্য হয় বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভদ্রকান্দা গ্রামের প্রবাসী জাকির মোলস্নার বাড়িতে বুধবার দিনগত রাত পৌনে ৩টার দিকে তালা ভেঙে চুরির উদ্দেশ্যে ভেতরে ঢোকেন ইসরাফিলসহ একদল চোর। বারান্দায় থাকা স্থানীয় মসজিদের ইমাম জামাল হোসেন টের পেয়ে মোবাইল ফোনে এলাকার কয়েকজনকে জানান। বিষয়টি মাইকে ঘোষণা দেওয়ায় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে এসে ইসরাফিলকে ধরে ফেলে। এলাকার লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।
ভাঙ্গা থানা ওসি মামুনুর রশিদ বলেন, চুরি করতে এসে জনতার পিটুনিতে ইসরাফিল শেখের মৃতু্য হয়েছে। ইসরাফিল শেখের বিরুদ্ধে ভাঙ্গা থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার ইউনিয়নের মালেকের খাল থেকে হালিমা বেগম (৪৮) নামে এক নারীর পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরপানা উলস্ন্যাহ গ্রামের একটি খাল থেকে এ লাশ উদ্ধার হয়। নিহত হালিমা চরপানা উলস্ন্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, হালিমা তার বসতঘরে একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় পাশের একটি ঘরে রাত ৭টা পর্যন্ত আড্ডা শেষে একটা কল পেয়ে তার বসতঘরে ফিরে আসেন। তারপর সকালে স্থানীয়রা বসতঘরের পাশে মালেকের খালে তার লাশ দেখে থানায় খবর দেয়।
পুলিশ জানায়, লাশের প্রাথমিক তদন্তে হাত-পা বাঁধা, শরীরে জখম ও মুখ রক্তাক্ত, বাম চোখ থেতলানো ছিল। এ ঘটনায় পিবিআই ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাছিম বিলস্নাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা এলাকা থেকে রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত রাসেল মিয়া ফকিরহাট উপজেলার কামটা গ্রামের জাফর মিয়ার ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, রাসেল বুধবার সন্ধ্যায় বড় ভাই মনজুরুল মিয়ার কাছে বিদেশ যাওয়ার জন্য ১৭ লাখ টাকা চান। টাকা না পেয়ে ভাইয়ের ওপর অভিমান করে রাতে বাজার থেকে কীটনাশক কিনে পান করেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।