'গার্মেন্ট শিল্পের অগ্নিপরীক্ষা : আমাদের কথা- দ্বিতীয় পর্ব' শীর্ষক আলোচনা সভা জানুয়ারি ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন কারখানার ১৮০ জন মালিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উন্মুক্ত এই আলোচনা সভার আলোচ্য বিষয় ছিল 'আরএসএইচ, সদস্যদের প্রত্যাশা ও বিজিএমইএ'র করণীয়'।
ফোরাম প্যানেল লিডার ও বিজিএমইএ সভাপতি প্রার্থী ফয়সাল সামাদ আলোচনা সভাটি পরিচালনা করেন এবং সভায় আরএসএইচের পরিচালক নাফিস উদ দৌলা আরএসএইচ রেমিডিয়েশন ইসু্য-বিষয়ক পাঁচটি মূল সমস্যা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সাধারণ সদস্যরা গার্মেন্ট শিল্পে আরএসএইচ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে তাদের বক্তব্য ও মতামত প্রকাশ করেন। সেখানে আরএসএইচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মালিকরা তাদের বিভিন্ন আরএসএইচ (আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল) বিষয়ক বিভিন্ন উদ্বেগের কথা উত্থাপন করেন।
আলোচনায় সাবেক বিজিএমইএ প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক সব গার্মেন্ট মালিকদের আশ্বাস দিয়ে বলেন, 'যদি আগামী বিজিএমইএ নির্বাচনে ফয়সাল সামাদকে আপনারা বিজিএমইএ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি নিজ দায়িত্বে নিশ্চিত করব যে, আরএসএইচ-সংক্রান্ত আপনাদের কোনো সমস্যা থাকবে না'।
ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ আরএসএইচ-সংক্রান্ত উদ্বেগের বিষয়ে কি করণীয় ও তা অর্জনে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করেন। তিনি বলেন, 'নির্বাচিত হলে প্রত্যেক সদস্যের স্বার্থেই বিজিএমইএ কাজ করবে'। সংবাদ বিজ্ঞপ্তি