শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীর চীনে এক বছরের ইন্টার্নশিপ পেস্নসমেন্ট অর্জন

  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীর চীনে এক বছরের ইন্টার্নশিপ পেস্নসমেন্ট অর্জন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২৫ জন শিক্ষার্থী ২০২৪ সালের জানুয়ারি থেকে চীনে এক বছরের ইন্টার্নশিপ পেস্নসমেন্টের সুযোগ পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনন্য অর্জন। টিএইচএম-এর প্রভাষক মো. মিশকাতুল কবির এবং ডিআইইউ'র সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল আলিমের নেতৃত্বে ২৫ শিক্ষার্থীর প্রতিনিধি দলটি চীনের সানিয়া, হাইনানে পৌঁছেছে এবং সফলভাবে বছরব্যাপী ইন্টার্নশিপ কর্মস্থলে যোগদান করেছে। এই উদ্যোগটি ২৫ জন টিএইচএম শিক্ষার্থীর জন্য চীনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ প্রশস্ত করেছে। এর মধ্যে হরিজন রিসোর্ট অ্যান্ড স্পা'তে ১৬ জন শিক্ষার্থী, সানিয়া এডিশন এ সাতজন শিক্ষার্থী এবং হিলটন সানিয়া ইয়ালুং বে রিসোর্ট অ্যান্ড স্পা'তে দুইজন শিক্ষার্থী চীনের এসব স্বনামধন্য হোটেলগুলোতে বছরব্যাপী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের চীনের এসব স্বনামধন্য হোটেলগুলোতে ইন্টার্নশিপের সুযোগ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং প্রোগ্রামের আন্তর্জাতিক আতিথেয়তা সেক্টরের আস্থার প্রমাণ। ডিআইইউ'র গর্বকে আরও উন্নত করার জন্য এই হোটেলগুলোর প্রতিশ্রম্নতি হলো- ইন্টার্নশিপ-পরবর্তী স্থায়ী পদের জন্য ডিআইইউ ইন্টার্নদের বিবেচনা করা। উপরন্তু, এই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে ইন্টার্নশিপের জন্য আরও ডিআইইউ ছাত্রদের স্বাগত জানাতে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এই প্রোগ্রামটি ডিআইইউ'র জন্য একটি মাইলফলক, যা ডিআইইউ ছাত্রদের একটি প্রতিযোগিতামূলক শিল্পে অতুলনীয় আন্তর্জাতিক এক্সপোজার এবং হ্যান্ডস-অন অভিজ্ঞতা প্রদান করবে। এ ধরনের সুযোগগুলো তাদের দক্ষতা, জ্ঞান এবং কর্মজীবনের সম্ভাবনা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে