শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পরিবহণে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি এমপি নজরুলের

মুক্তাগাছা (ময়মনিসংহ) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
পরিবহণে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি এমপি নজরুলের

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম বলেছেন, তার এলাকায় পরিবহণে কোনো ধরনের চাঁদাবাজি, হাটে-বাজারে অতিরিক্ত টাকা আদায়, মানুষের জমি দখল, ভূমি অফিস ও সাবরেজিস্ট্রার অফিসে সাধারণ মানুষকে হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ কোনো ধরনের দুর্নীতি অনিয়ম চলতে দেওয়া হবে না।

তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কপথে মুক্তাগাছার বিভিন্ন পয়েন্টে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলে আসা চাঁদাবাজি বন্ধে কড়া নির্দেশ দেন।

মঙ্গলবার স্থানীয় আরকে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নবনির্বাচিত এমপির গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, কাজী আজাদ জাহান শামীম, বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে