'সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে বাউবি'

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরীন বলেছেন, 'বাউবি সুবিধাবঞ্চিত সকল শ্রেণীপেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছে।' সোমবার বাউবি'র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। ডক্টর মাহবুবা নাসরীন আরও বলেন, 'এসএসসি ও এইচএসসি প্রোগ্রামসমূহের পরীক্ষা ফলাফল বোর্ডের পরীক্ষার সঙ্গে সমন্বয়ের বিষয়টি প্রক্রিয়াধীন।' তিনি বাউবির শিক্ষা কার্যক্রম, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও মতবিনিময় করেন। বুধবার বাউবি'র পরিচালক (ভারপ্রাপ্ত) ডক্টর আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।