বিজ্ঞাপনী ও জনসংনযোগ সংস্থা- ট্রিউন গ্রম্নপের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আলমগীর হায়দার মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিলস্নাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মরহুম আলমগীর হায়দার দীর্ঘ দুই দশক ধরে ট্রিউন গ্রম্নপ ও বাংলাদেশ মনিটর আয়োজিত ইভেন্ট ও এক্টিভেশন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০০২ সাল থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন মেলা 'ঢাকা ট্রাভেল মার্ট' আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি একজন সক্রিয় ও নিবেদিত সমাজকর্মী হিসেবে আন্তর্জাতিক রোটারেক্ট ও রোটারি কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত ছিলেন। মরহুম আলমগীর হায়দার ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) এবং পরবর্তী সময়ে রোটারি ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, রোটারি ডিস্ট্রিক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত ছিলেন।
মরহুমের মৃতু্যতে বাংলাদেশ মনিটর ম্যানেজমেন্ট ও তার সহকর্মীরা গভীর শোক এবং তার বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি