৬৪ জেলা ভ্রমণের লক্ষ্যে টেকনাফ থেকে সাকিবের যাত্রা
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
লাল সবুজের পতাকা হাতে নিয়ে বাই-সাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমণ করতে টেকনাফ থেকে যাত্রা শুরু করেছেন সাইদুর রহমান সাকিব নামের এক যুবক। সাকিব চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও চট্টগ্রামের লোহাগাড়া কলাউজান গ্রামের শফিক আহমেদের ছেলে।
জাীবাশ্ম জ্বালানি বন্ধ হোক, সুরক্ষিত থাকুক ধরণীর লোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় কনকনে শীত উপেক্ষা করে টেকনাফের পৌর শহরের অলিয়াবাদ শাপলা চত্বরের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তিনি।
ভ্রমণের অনুভূতি ও উদ্দেশ্য বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান সাকিব বলেন, মূলত ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্য হলো পুরো বাংলাদেশকে একবার ঘুরে দেখা ও প্রতিটি জেলায় একটি করে বৃক্ষ রোপণ করা।
তিনি আরও জানান, 'এই বারের যাত্রায় আমার ৪৫ থেকে ৫০ দিনের মতো সময় লাগতে পারে। পড়ালেখার পাশাপাশি নিজের দেশটাকে ঘুরে দেখা ইচ্ছা আমার। এবং তরুণ প্রজন্মকে জানাতে চাই, নিজের দেশের নাগরিক হয়ে একবার হলেও দেশটিকে ঘুরে দেখা।'