পোস্ট অফিসের টাকা আত্মসাতের দায়ে কুড়িগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টারসহ ৬ কর্মকর্তা-কর্মচারীকে একই মামলার দুটি ধারায় ৯ বছরের সশ্রম কারাদন্ড, ১২ লাখ ২৫ হাজার ৪৯২ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৬ আসামির মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক ২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম হারুনর রশীদ জানান, ২০০২ সাল থেকে ৯ সাল পর্যন্ত চাকরিরত অবস্থায় কুড়িগ্রাম পোস্ট অফিসের জালিয়াতির মাধ্যমে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ৬ লাখ ১৫ হাজার ৫৭৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় কুড়িগ্রাম পোস্ট অফিসের পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদি হয়ে ২০০৫ সালের ৯ মে পোস্ট অফিসের ৬ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন- সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, লেজার অপারেটর হাবিবুর রহমান, একই পদের আব্দুল মালেক ও অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম, একই পদের মওদুদ হাসান। মামলাটি আমলে নেয় রংপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন দুদক সহকারী পরিচালক মো. জাকারিয়া।
তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদক সহকারী পরিচালক মো. জাকারিয়া ৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ আদালতে সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
রায়ের সময় আসামি মো. মওদুদ হাসান ও অশোক কুমার নাথ অনুপস্থিত ছিলেন। এজন্য আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করেছেন।