রংপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে অবরোধ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট-কাকিনা আঞ্চলিক সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার হাবু বালারঘাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে দুই ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি শিডিউল অনুযায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিন, শামসুজ্জামান লিজু, যুবনেতা মুর্শিদ জাহান বুলেট প্রমুখ। বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় বুড়িরহাট থেকে কাকিনা পর্যন্ত আরএইচডি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। সরকারি শিডিউল অনুযায়ী সড়ক নির্মাণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্নমানের বালু, মাটি ও খোয়া ব্যবহার করছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, কোথাও যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা অবশ্যই তদন্ত হবে। গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান জানান, এলাকাবাসী জমায়েত হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের হস্তক্ষেপে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।