বরগুনার বামনা উপজেলার সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি মেঘলা আক্তার (১৯) এবং নবজাতকের মৃতু্য হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ১২টায় বামনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান মন্ডল সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দিয়েছেন।
জানা গেছে, সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার প্রসূতি মেঘলা আক্তারকে ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় আবাসিক মেডিকেল অফিসার ডা. সবুজ কুমার দাস মেঘলা আক্তারের সিজারিয়ান অপারেশন শুরু করেন। রাত পৌনে ১১টায় অপারেশন থিয়েটারে প্রসূতি মেঘলা আক্তার এবং নবজাতকের মৃতু্য হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান জানান যে, ওই ক্লিনিক পরিচালনার জন্য বৈধ কোনো কাগজপত্র নেই। হসপিটাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণে প্রসূতি মেঘলা আক্তার ও নবজাতকের মৃতু্য হয়েছে।