ময়মনসিংহের গফরগাঁওয়ে হোমিও চিকিৎসক হারুন অর রশিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিহতের ছেলে ফেরদৌস আহাম্মেদ দীপ্ত বাদী হয়ে রোবেলকে আসামি করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাগলা থানার ওসি খায়রুল বাসার জানান, নিহতের ছেলে দীপ্ত বাদী হয়ে রোবেলের নাম উলেস্নখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক রোবেল ও তার মা বিউটি আক্তার পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, সোমবার উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে হারুন অর রশিদ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে চা খাচ্ছিলেন। এ সময় ঘাতক রুবেল রামদা নিয়ে জনসমক্ষে হারুন অর রশিদকে ধাওয়া করে বাজারের পাশেই এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রুবেলের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক রুবেল ও তার মা বিউটি আক্তারকে পিটুনি দিয়ে আহত করে।