সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কম্বল প্রদান ম ফেনী প্রতিনিধি ফেনীতে গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও ফেনী পৌরসভায় প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কম্বলগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো দল-মত না দেখে সত্যিকারে যারা শীতে কষ্ট করছে তাদের নিকট পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিতরণ কার্যক্রমে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উলস্নাহ বিকমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। রোববার রাতে এমপি সুমন এক ঝটিকা সফরে আত্রাই ঘাট রেলস্টেশনে এসে স্থানীয় শীতার্ত গরিব-দুঃখী মানুষের মাঝে ৪০০ পিস কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী মোছা. ছড়া, এমপির কর্মী সহিদুল ইসলাম বাবু, আরিফুজ্জামান, কাজী মামুন, রাখাসহ অন্যান্য কর্মী। টুর্নামেন্ট অনুষ্ঠিত ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে ১০ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডের সেগুনবাগিচা মিয়াবাড়ির মাঠে প্রধান পৃষ্ঠপোষক আবুল হোসেন মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিয়ার সহযোগিতায় খেলার উদ্বোধন করেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা। এ সময় উপস্থিত ছিলেন রামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলখুস আরা, মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কমিশনার মির্জা আব্বাস হোসেন, অব. পুলিশ ইন্সপেক্টর সিরাজুল ইমলাম, আব্দুল হাই বাশি, ইমাম হোসেন প্রমুখ। চ্যাম্পিয়ন হয় সাবিত রেন্ট-এ কার ও রানার্সআপ রাকিব যুব সংঘ। শিক্ষার্থীদের সংবর্ধনা ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে কাপাশকান্দি মডেল একাডেমির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনার সভার পর ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। কাপাশকান্দি মডেল একাডেমির প্রধান শিক্ষক আবদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ইতালি প্রবাসী মো. ফারুক হোসেন ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হাজি আবুল কাশেম, অভিভাবক সদস্য মোস্তফা কামাল, রিয়াজ উদ্দিন পাঠান, ইউপি সদস্য মো. শাহ আলম, আব্দুল মতিন ভূঁইয়া, নজরুল ইসলাম ভূঁইয়া, শেখ ফরিদ প্রমুখ। পরিচিতি সভা ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামানের সাথে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-এ-এলাহী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। কমিটি গঠন ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি আটঘরিয়া উপজেলার হাসপাতালের ব্যবস্থাপনার কমিটি গঠনের পর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সেবার মান অনেকাংশে বৃদ্ধি পেলেও বিগত ৩ মাস যাবৎ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় নাই। সরকারের নির্দেশনা মোতাবেক গত ১২/১০/২০২৩ তারিখে স্থানীয় সংসদ সদস্যকে সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট এই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর একবার মাত্র সভা অনুষ্ঠিত হলেও গত ৩ মাসের মধ্যে আর কোনো সভা অনুষ্ঠিত হয় নাই। গঠিত এই ব্যবস্থাপনা কমিটির আওতায় সকল চিকিৎসকের উপস্থিতি, কার্যকরী তদারকি, সেবার মান নিশ্চিতকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা, সরকার প্রদত্ত ওষুধ সুষ্ঠুভাবে প্রদান নিশ্চিতকরণ, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নসহ সার্বিক তত্ত্বাবধান রয়েছে। অথচ এই গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত হচ্ছে না। সভা অনুষ্ঠিত ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তানিয়া আকতার, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কম্বল বিতরণ ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বেঁদেদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মুজিববর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি বেঁদে পরিবারসহ ৭৪টি পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউল হক মীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাবেল উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় 'জয় ডিজিটাল সেন্টার' এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে ওই কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ বলেন, 'জয় ডিজিটাল সেন্টার' এর প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবেন মোসার্স সৈকত এন্টারপ্রাইজ। মূল্যায়ন সভা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র কমিটি প্রচেষ্টায় ওই কেন্দ্রে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের মূল্যায়ন সভা সোমবার টঙ্গীর সৈলার গাথি এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অক্লান্ত পরিশ্রমের ফলে গাজীপুর -২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছেন। অত্র বিদ্যালয়ের কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. শওকত কামাল নিয়াজের পরিচালনায় কেন্দ্রীয় কমিটির মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি। এ সময় উপস্থিত ছিলেন অন্য নেতারা। মতবিনিময় সভা ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি-বিষয়ক মতবিনিময় সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ বুলবুল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, আলহাজ মনিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর ফারজানা, ফারহানা, আদিবাসী নেতা নরেণ পাহান, দলিতনেতা সুমন রবিদাস, স্বেচ্ছাসেবক কনিকা হাসদাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সুধীজন প্রমুখ। শীতবস্ত্র প্রদান ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও অন্ধদের মাঝে প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে? সোমবার উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের নবুশাহপাড়ায় ৫৫ জন চক্ষু প্রতিবন্ধীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল প্রদান করেন ইউএনও মো. তাজউদ্দিন। এর আগে ইউএনও বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে ৯৬টি কম্বল প্রদান করেন। শৈত্যপ্রবাহে বীর মুক্তিযোদ্ধা, এতিম শিশু, ছিন্নমুল, শ্রমজীবী, সমাজের অস্বচ্ছল, দুস্থ ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০০টি কম্বল প্রদান করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে তিন দিনব্যাপী উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী প্রখুম।