কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুরে শৈত্য প্রবাহের কারণে গত কয়েক দিন ধরে সবজির দাম একেবারেই কমছে না।
একই সঙ্গে এই দুই উপজেলায় ছিন্নমূল মানুষ শীতের কাপুনীতে কোনো রকম দিন যাপন করছেন। যদিও দুই উপজেলার উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, প্রতি ইউনিয়নে ছিন্নমূল মানুষের জন্য কম্বল দেওয়া হয়েছে।
এছাড়া এই শীতে প্রত্যেক উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ বয়সের লোকজন শীতে রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে স্ব স্ব উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে।