শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও সাবেক প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার স্মরণে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার বিকালে শহরের শেরপুর মাঠে অনুষ্ঠিত গুটিদাড়া খেলায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। উপস্থিত ছিলেন ডা. ফরিদুল হুদার ছেলে ডা. নাজমুল হুদা বিপস্নব, মো. ফারুক আহমেদ, ইব্রাহিম খান সাদাত, আলী আজ্জম, সোহেল আহাদ প্রমুখ।

গুটিদাড়া খেলায় লাল ও সবুজ দল নামে দুইটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় রেফারি ছিলেন কালা মিয়া ও হামিম। টসে জিতে লাল দল প্রথমে মাঠে নেমে ব্যাট করে নির্ধারিত সময়ে ১২ পয়েন্ট অর্জন করে।

পরবর্তীতে সবুজ দল দল মাঠে নেমে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বেই ১৩ পয়েন্ট অর্জন করে জয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে