বাংলাদেশ ব্যাংক আর্থিক স্বাক্ষরতা/অন্তর্ভুক্তি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের হলরুমে স্কুল ব্যাংকিং হিসাব ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় স্কুলের ষষ্ঠ শ্রেণির শতাধিক শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয়।
ক্যাম্পিং অনুষ্ঠানে উলিপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক এ.টি.এম আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবর আলী, মহাব্যবস্থাপক রাকাব, বিভাগীয় কার্যালয়, রংপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আরিফুজ্জামান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাকাব, রংপুর, রুহুল আমিন জোনাল ব্যবস্থাপক, রাকাব, কুড়িগ্রাম, মো. জাহাঙ্গীর আলম সরদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ, মো. আমিনুল ইসলাম আহ্বায়ক উলিপুর প্রেস ক্লাব। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকাব উলিপুর শাখার কর্মকর্তারা।