কিশোরগঞ্জের বাজিতপুরে ঐতিহ্যবাহী ডাকবাংলায় বসন্তপুর যুব সমাজের উদ্যোগে ডিপিএল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাজিতপুর পৌর শহরের ডাকবাংলা মাঠে জমকালো আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর দেওয়ানী আদালতের সিনিয়র সহকারী জজ মাহবুবুল হক। আরও উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ, বাজিতপুর রাজ্জাকুন্নেছা বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাইরুল হাসান কাউসার, যায়যায়দিন প্রতিনিধি মহিউদ্দিন নিটন, দৈনিক আমার কাগজের স্টাফ রিপোর্টার ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সভাপতি ও বাজিতপুর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন।
টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে বসন্তপুর লাল-সবুজ একাদশ জয় পায় রাবারকান্দি একাদশের বিপক্ষে। টুর্নামেন্ট আয়োজক কমিটিতে রয়েছেন আলী রাসেল, রুকন, খোকন, শাকিল, রাহাদ, আকাশ, মোহন, রাতুল ও সাজ্জাদ কাজল।