বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি হলে তারা শ্রেণিকক্ষমুখী হবে -উপাচার্য মশিউর রহমান

গাজীপুর প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি হলে তারা শ্রেণিকক্ষমুখী হবে -উপাচার্য মশিউর রহমান

শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারলেই তারা শ্রেণি কক্ষমুখী হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

শনিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের অডিটরিয়ামে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে প্রস্তুতি বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, 'স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিককে স্মার্ট হতে হবে। আমাদের তরুণের মধ্যে একসঙ্গে দেশপ্রেম, আইসিটি নলেজ এবং তার মধ্যে অন্ট্রাপ্রেনার হয়ে ওঠার একেকটা গল্প তৈরি করতে হবে।'

অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, 'আমাদের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা প্রয়োজন। যে শিক্ষার্থী আজকে ক্লাসবিমুখ হচ্ছে। তাকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

কলেজ শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, 'আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে সেটি ঠিক কিন্তু কিছুদিন আগেও কলেজ শিক্ষকদের মানোন্নয়নের জন্য কোনো উদ্যোগ ছিল না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সিইডিপি গ্রহণ করে কলেজ শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে