পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালসিরি ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের ভ্যানচালক আইনুল ইসলামের নয় মাস বয়সি সন্তান লাবিব ইসলাম। লাবিব জন্ম থেকেই হৃদপিন্ডে ফুটো রোগে আক্রান্ত।
মাত্র তিন শতক জমিতে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই তাদের। আইনুল ভ্যান চালিয়ে সংসারের খরচের জোগান দেন আর শিশু লাবিবের দাদা আমিরুল ইসলাম মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চিকিৎসার খরচ চালাচ্ছেন। লাবিব বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডা. তারিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির দাদা আমিরুল ইসলাম বলেন, 'নাতির হৃদপিন্ডে ফুটো রোগের অপারেশন করাতে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার প্রয়োজন। আমি স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ১৪ হাজার টাকা জোগাড় করতে পেরেছি। একটি বেসরকারি সংস্থায় নাতির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার ঋণ নেওয়ার জন?্য ফরম পূরণও করেছি। তবে ঋণ নিলে কিস্তি কীাবে চালাব তা নিয়েও দুশ্চিন্তায় আছি।'
তিনি তার নাতির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। দাদা আমিরুল ইসলামের মোবাইল নম্বর: ০১৭৯২-৯৫১৯১৩ (নগদ)।