বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ময়মনসিংহ-৩ আসনে জামানত হারিয়েছেন সাত প্রার্থী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ময়মনসিংহ-৩ আসনে জামানত হারিয়েছেন সাত প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৭৬ হাজার ৪০ জন।

রোববার ৭ জানুয়ারি ৯১টি কেন্দ্রে ও ১৩ জানুয়ারি স্থগিত ১ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন এক লাখ ২২ হাজার ৫৭৪ জন। ভোট প্রদানের শতকরা হার ৪৩.৭৫ শতাংশ।

জামানত বাজেয়াপ্তরা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী জামাল উদ্দিন, বাংলাদেশ পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী শফিউল আলম লিংকন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অনু, ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন স্বপন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ফারুক মিয়া সাংবাদিকদের জানান, 'কাস্টিং ভোটের ৮ ভাগের একাংশ ভোট না পাওয়ায় এ আসনে ৯ জনের মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে