ভোলায় যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত
চাঁদপুরের পানিতে ডুবে দুই শিশুর মৃতু্য তিন জেলায় আরও তিনজনের লাশ উদ্ধার
প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ভোলায় এক যুবকের লাঠির আঘাতে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এদিকে চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃতু্য হয়েছে। এছাড়াও চট্টগ্রামের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধসহ তিন জেলায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় সুজন (৩২) নামে এক যুবকের লাঠির আঘাতে আব্দুর রব (৬০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রব সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। রোববার দুপুরে সদর উপজেলার চরনোয়াবাদ কালীখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক সুজনকে আটক করেছে।
আব্দুর রবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের কচুয়ার পানিতে ডুবে দুই শিশুর মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান।
পরিবারের লোকজন জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সবার অগাচরে দুই শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রম্নত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপস্নক্সে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মতু্যতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৪) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃতু্যর শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগমের (৪৩) মৃতু্য হয়েছে। চিকিৎসকের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃতু্য হয়। শনিবার উপজেলার কালিঞ্জিরা গ্রামে প্যারালাইসিসহ শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃতু্য হয়। এর কিছু সময় পর শ্বশুরের মৃতু্যর শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে পুত্রবধূ ছমিরন বেগম। পরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাশুড়ির অত্যাচারে অতিষ্ট হয়ে তামান্না আক্তার (২০) নামে এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
নিহত তামান্না আক্তার উপজেলার কালাপাহাড়িয়া ইউনয়নের মধ্যারচর গ্রামের আবুল কালামের মেয়ে এবং একই ইউনিয়নের হাজিরটেক গ্রামের প্রবাসী জাহিদ হাসানের স্ত্রী।
নিহত তামান্নার মামা নাজমুল হক জানান, ঘটনার দিন তামান্না শাশুড়ির অত্যাচারে অতিষ্ট হয়ে বিষপানে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর হওয়ায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মেরাজুল ইসলাম সোহাগ জানান, 'ঘটনাটি শুনেছি তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি।'