ম স্বদেশ ডেস্ক
নির্বাচনে সহিংসতা মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে নির্মাণাধীন সেতুর মালামার চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও হত্যা মামলার দুই আসামিসহ তিন জেলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠোনো তথ্যে বিস্তারিত খবর-
বরিশাল অফিস জানিয়েছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।
তিনি জানান, শনিবার রাতে উপজেলার লক্ষ্ণীপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, 'গত ৫ জানুয়ারি বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠীর মহের হাওলাদারের বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। পাশাপাশি নৌকার সমর্থকদের পাঁচটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত আওয়ামী লীগকর্মী মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, ডাকাতিয়া নদীর ওপর চাঁদপুর-ফরিদগঞ্জ উপজেলাকে সংযোগকারী নির্মাণাধীন ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর মালামাল চুরির দায়ে তিনজনকে আটক পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রোববার আটকদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের আদালতে প্রেরণ করা হয়েছে।
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, সুন্দরবনে কাঁকড়া আহরণের দায়ে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় আটটি নৌকা ও এক হাজার ১০০ কাঁকড়া ধরার আটন জব্দ করা হয়।
জানা গেছে, সুন্দরবনে নদী-খালে কাঁকড়া আহরণ বর্তমানে সরকারিভাবে নিষিদ্ধ। চলমান নিষিদ্ধ সময় সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া আহরণের সময় ওই তিন জেলেকে আটক করেছে বনবিভাগ।
আটক জেলেরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার পানখালি গ্রামের জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইরা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাতে বনবিভাগের টহল দলের বনরক্ষীরা সুন্দরবনের পুষ্পকাঠি খাল ও কালির খাল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে।
বনবিভাগের টহল দলের টিম লিডার নির্মল কুমার মন্ডল জানান, 'শনিবার রাতে আমরা সুন্দরবনে টহল দিচ্ছিলাম। গহিন বনের কালীর খাল এলাকায় একটি নৌকা তলস্নাশি করে অবৈধভাবে কাঁকড়া ধরার আটনসহ তিনজনকে আটক করা হয়।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ের বধুলাল দাশ হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার প্রেস বিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা ওসি আবুল খায়ের।
গ্রেপ্তার আসামিরা হলো লাখাই উপজেলার চারগাঁও গ্রামের জবানউলস্না ছেলে বাবুল মিয়া ( ৪৫) ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করিম (২২)।
উলেস্নখ্য, গত১০ জানুয়ারি উপজেলার বুলস্না ইউনিয়নে ভরপূর্নী গ্রামে মেলা থেকে বাড়ি ফেরার পথে হেলারকান্দি গ্রামের বুধ লাল দাসকে কাঠালকান্দি মাঠে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়মালা রানী বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি পিস্তলসদৃশ বস্তুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আল মুনছুর (২০) উপজেলার মেরুং ইউপির উত্তর রশিক নগর এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর আল মুনছুরের সামাজিক যোগাযোগমাধ্যম পিস্তলসদৃশ বস্তু প্রদর্শন করে একটি ভিডিও আপলোড করলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসলে নিজ বাসা থেকে আল মুনছুরকে আটক করে এবং সিলভার রঙের গ্যাস লাইটার সংযুক্ত পিস্তলসদৃশ বস্তু জব্দ করে।
দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, 'আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে আদালতে পাঠানো হয়েছে।'