ঝিনাইদহে রেলপথ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

আ'লীগ কর্মী বরুণ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঝিনাইদহে রেলপথ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
ঝিনাইদহে রেলপথ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে একই জেলায় আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠীরা। ঝিনাইদহ প্রতিনিধি জানান, রোববার শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন ঝিনাইদহ জেলা রেললাইন, মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাষাসৈনিক নন্দ দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিচুর রহমান খোকা, ঝিনাইদহ শিশু হাসপাতালের চিকিৎসক ডা. আলী হাসান ফরিদ, সরকারি নুরুন্নাহারা মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল প্রমুখ। বক্তারা বলেন, পার্র্শ্ববর্তী জেলা মাগুরা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ জেলা শহরের সঙ্গে রেললাইনের কোনো সংযোগ নেই। তাই মাগুরা থেকে ঝিনাইদহ জেলা শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ায় রেললাইন সংযোগের দাবি জানান তারা। ঝিনাইদহ প্রতিনিধি আরও জানান, ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে তার সহপাঠী ঝিনাইদহ এসএসসি '৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাচের শিক্ষার্থীসহ তারা স্বজনরা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন ৯৪ ব্যাচের শিক্ষার্থী ও নিহত বরুণ ঘোষের সহপাঠী তানভীর আহমেদ রনি, মীর ফজলে এলাহী শিমুল, এনামুল হক এনাম, আওয়াল হোসেন, কাজল চক্রবর্তী, ছন্দা মালতি ও দিবা খন্দকার প্রমুখ। বক্তারা হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা। উলেস্নখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকায় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে।