হোসেনপুরে অ্যাডহক নিয়োগ পেলেন ৫০ শিক্ষক-কর্মচারী

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অবশেষে অ্যাডহক নিয়োগ পেলেন কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৫০ জন শিক্ষক-কর্মচারী। এদের মধ্যে ৪২ জন শিক্ষক ও ৮ জন কর্মচারী। সরকারিকরণের পাঁচ বছরের বেশি সময় পরে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ গত ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ আগস্ট সরকারি করা হয়।  জানা যায়, প্রতিষ্ঠানটি সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিধিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।  আরও জানা যায়, আদেশ জারির তারিখ থেকে এডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। এডহক নিয়োগ প্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।