সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকার পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকের হামলায় উপজেলার সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম (৫৩) নামের একজন গুরুতর আহত হয়েছে। তিনি রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আহত আব্দুল হাকিম ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে চিকিৎসা শেষে বাসায় রয়েছেন। এ ঘটনায় মজনু আকন্দকে প্রধান আসামি করে অজ্ঞাতসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।
\হরোববার উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাজার হাফিজুলের মাংসের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হাকিম বলেন, 'নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস হেরে যাওয়ায় তার সমর্থক মজনু আকন্দ ও ফকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী দল এসে আমাকে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।'
তিনি আরও বলেন, 'আমাদের গ্রামের প্রায় লোকজন আওয়ামী লীগের সমর্থক দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাই কাজ করে এবং নৌকা প্রতীকে ভোট দেয়। স্বতন্ত্র প্রার্থী ভোট কম পাওয়ায় কারণে আমার উপর হামলা চালায়।'
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, 'এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মামলা কোন অবস্থায় আছে সেটা মামলার আয়ু বলতে পারবে। তার সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।'
থানার উপ-পরির্দশক সায়মন শেখ জানান, 'আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত ছিল। কিন্তু বৃহস্পতিবারে আসামিরা বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন।