ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থান থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে এগুলো উদ্ধার করেন ইবি থানার পুলিশ। তবে এগুলো ককটেল কিনা তা নিশ্চিত করতে পারেনি তারা। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দু'টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ দিকে বিষয়টি নিয়ে উপাচার্যের বাসভবনে জরুরি মিটিং করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এ ঘটনা জাতীয় নির্বাচন কেন্দ্রিক নয় বরং ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করতে একটি পক্ষ এ ধরনের কর্মকান্ড ঘটিয়েছে বলে মনে করছেন সচেতন শিক্ষকরা। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে লালন শাহ হলের পকেট গেটসংলগ্ন এলাকায় দু'টি ককটেল সদৃশ্য বস্তুর দেখা মিললে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে। পরে রাতেই ইবি থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। এ বিষয়ে ইবি থানার ওসি মামুন রহমান বলেন, 'এগুলো ককটেল কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে স্পেশালাইজড টিম এগুলো পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।' উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'ঘটনাটি ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেছে। এটা জাতীয় নির্বাচন কেন্দ্রিক কোনো ইসু্য বলে আমার মনে হচ্ছে না। ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে কোনো একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এগুলো করেছে।'