বন্যহাতির আবাসস্থল নিরাপদ রাখতে সচেতনতামূলক প্রচারণা
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই পাহাড়ি বনাঞ্চল হাতির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। বিগত কয়েক বছর ধরে এসব বনাঞ্চলে নিরাপদে বিচরণ করে আসছিল হাতির দল। বর্তমানে হাতি সংকটাপন্ন অবস্থায় আছে। বন উজাড় করে ঘরবাড়ি সড়ক নির্মাণ এবং খাবার সংকটের কারণে মূলত বনের হাতি প্রায়শই লোকালয়ে চলে এসে জানমালের ক্ষতি করছেন। তাই বন্য হাতির খাদ্য ও আবাসস্থল নিরাপদ রাখার জন্য কাপ্তাই বন বিভাগের উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালানো হয়েছে।
বৃহস্পতিবার কাপ্তাই জাতীয় উদ্যান এলাকা, কাপ্তাই শিল্প এলাকাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা চালানো হয়।
এ সময় কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানে সরকার হাতি সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই পাহাড়ি বনাঞ্চলে হাতির বিচরণ ক্ষেত্রে এবং বন্য হাতি চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না।