অবৈধ পার্কিংয়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় মোটর সাইকেল পার্কিং করে সাধারণ জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১৫টি মোটর সাইকেলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পৌরশহরের সড়ক বাজারে পৃথক দুটি আদালত প্রত্যেক মোটর সাইকেল মালিককে ৫শ' টাকা করে জরিমানা করে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম। জানা যায়, শহরে জনসাধারণের চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত স্থানে গাড়ি না রেখে রাস্তায় অবৈধ পার্কিং করার দায়ে ১৫টি মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়েছে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, 'আমাদের অভিযান অব্যাহত থাকবে।'