যাতায়াত খরচ দেওয়ার আশ্বাস তাহিরপুরের নির্বাচন কর্মকর্তাদের
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
অবশেষে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যাতায়াত ভাড়া দেয়ার আশ্বাস দিলেন তাহিরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যাতায়াত ভাড়ার দুই হাজার টাকা দেয়ার আশ্বাস দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল।
সে সময় তিনি জানান, 'আমাকে সভায় আসার সময় ইউএনও স্যার বলে দিয়েছেন, শিক্ষকদের যাতায়াত ভাড়া দেওয়া হবে বিষয়টি সমন্বয় সভায় শিক্ষকদের জানানোর জন্য।'
উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, 'বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ আসলে নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের যাতায়াত ভাড়া দিয়ে দেওয়া হবে।'
উলেস্নখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতায়াত ভাড়া না পেয়ে অনেক নির্বাচন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। সেই সঙ্গে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ায় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যাতায়াত ভাড়ার আশ্বাস দেন ইউএনও।