সিরাজগঞ্জের কাজিপুরে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকরা কাজ শেষ হওয়ার দেড় মাস অতিক্রান্ত হলেও মজুরি পাননি শ্রমিকরা। পিআইও অফিস থেকে খুব তাড়াতাড়ি বিল প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
কাজিপুরে চলতি প্রথম পর্যায়ে উপজেলার ১২ ইউনিয়নে ৯৩৭ জন অতিদরিদ্র শ্রমিক কর্মসংস্থান কর্মসূচির কাজ করছেন। গত প্রায় দেড় মাস আগ থেকে কাজ শুরু হলেও সপ্তাহে ৫ দিন হিসাবে ১০ জানুয়ারি শ্রমিকদের ৪০ দিনের শেষ কর্মদিবস ছিল। কিন্ত শ্রমিকরা কাজ শুরুর প্রায় দেড় মাস অতিক্রান্ত হলেও কোনো পারিশ্রমিক পান নাই।
গান্ধাইল গ্রামের শ্রমিক মধু, মান্নান বলেন, 'আপনারাই বলুন এই বাজারের দিনে আমাদের সংসার কীভাবে চলে। আমরা গরিব মানুষ তাই কাজ করে খাই দেড় মাস ধরে কাজ করছি কিন্তু টাকা পাচ্ছি না।'
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভরপ্রাপ্ত) গোলাম রব্বানী জানান, 'আমরা তালিকা পাঠিয়েছি, আগামী সপ্তাহে শ্রমিকগণ তাদের টাকা পেয়ে যাবেন।'