দলীয় প্রধানদের স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ডের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী ফেরদৌস আহমেদ আসিফ। বৃহস্পতিবার তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেন।
দলের চেয়ারম্যান ও মহাসচিব বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি উলেস্নখ করেছেন, বিটিএফ'র দলীয় গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ড, একক আত্মঘাতি সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা, নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও আর্থিক ক্ষতিসহ সার্বিক ব্যাপক ক্ষতিসাধনের জন্য অসন্তুষ্ট হয়ে দলীয় পদ-পদবি, কর্মকান্ড এবং দল থেকে পদত্যাগ করলেন।
ফেরদৌস আহমেদ আসিফ বলেন, 'গত ৩ জানুয়ারি দলের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা করায় আমার নির্বাচনী এলাকার ভোটার ও জনমনে বিরূপ প্রভাব পড়ার কারণেই মূলত আমি দল থেকে পদত?্যাগ করেছি।'
উলেস্নখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচন করেন ফেরদৌস আহমেদ আসিফ।