টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বুধবার দুপুরে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোড এলাকার এমটারনেট গ্রম্নপের মালিকানাধীন 'এক্সপোর্ট ভিলেজ লিমিটেড' ও 'ব্রাভো ম্যানুফ্যাকচার লিমিটেড'-এর শ্রমিকরা এই বিক্ষোভ করেন। পরে শ্রমিক আন্দোলন ঠেকাতে দুপুর ১টার দিকে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়। কারখানার দুটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইমরুল কায়েস সুজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, দুপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।