দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের আবুল হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১৪১ ভোট।
এর আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১২ সালের উপনির্বাচন, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয় লাভ করেন।
জানা যায়, আসনটিতে ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ভূমিমন্ত্রীর পিতা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু সংসদ সদস্য হন। ২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবু মারা গেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পুনরায় নির্বাচিত হয়ে ভূমি প্রতিমন্ত্রী হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে বিপুল ভোটে পরাজিত করে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচিত হন এবং ভূমিমন্ত্রীর দায়িত্ব পান।