বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ লাঙল মার্কার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সব কেন্দ্র পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, এ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তার জানান, বিগুড়া-২ সংসদীয় আসনে ১১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ লাঙল মার্কা প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯৫২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট। ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণে সব কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।