সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন পটিয়ার মোতাহেরুল ইসলাম

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এর আগে গত মঙ্গলবার ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. শরীফুল আলম। গেজেট প্রকাশ হওয়া ২৯৮ আসনের মধ্যে চট্টগ্রাম পটিয়া-১২ আসনটিও রয়েছে। সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদে বলা আছে, নবনির্বাচিত সংসদ সদস্য শপথের পরপরই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে। অন্যদিকে, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের শর্তাংশে বলা আছে, আগের সংসদের মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না। গত ৭ জানুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২টি আসনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।