দিনাজপুরের ফুলবাড়ীতে তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে পৌর শহরের ঢাকা মোড় সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন স্থানে একটি তুলার কারখানায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিল মালিক।
জানা যায়, কারখানায় ঝুট (কাপড়ের অংশ) থেকে তুলা তৈরির কাজ চলছিল। বিকাল সাড়ে ৩টার দিকে কারখানায় হঠাৎ আগুন লাগে। আগুন দেখে কারখানার শ্রমিক ও স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক আজাহার আলী দয়াল বলেন, 'হঠাৎ করে আগুনের ফুলকি দেখতে পাই। নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে মেশিনারিজ যন্ত্রপাতিসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুলস্নাহ আল মাহমুদ জানান, এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেশিনের ঘর্ষণের কারণে এ অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে।