বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃতু্য

কক্সবাজার প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃতু্য

কক্সবাজারের ঈদগাঁওর ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৪০) নামের এক কৃষকের মৃতু্য হয়েছে।

বুধবার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নূর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক। তিনি কাজের উদ্দেশ্যে ঈদগাঁওতে এসেছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে চট্টগ্রাম দিক থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘনকুয়াশায় রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

উলেস্নখ্য গত ৭ জানুয়ারি রামুতে ট্রেন কাটা পড়ে এক বৃদ্ধের মৃতু্য হয়। কক্সবাজারে রেল চলাচল শুরু হওয়ার পর থেকে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃতু্য হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে