সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল গ্রেপ্তার

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

সিলেট অফিস
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেপ্তার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। একমাস কারাবারণ করে তিনি জামিনে মুক্ত পান। এ মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেপ্তার হলেন খান জামাল। প্রসঙ্গত, ২০২১ সালের ২১ আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল।