রাজশাহীর ৩টি ও ফরিদপুরের একটি আসনে নির্বাচন বাতিলের দাবি

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ভোট কারচুপির অভিযোগে রাজশাহী-১ ও রাজশাহী-৬ আসনের পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন -যাযাদি
রাজশাহীর ৩টি আসনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে, ফরিদপুর-১ আসনে ভোটের ফলাফল পুনরায় গণনা ও পুনঃনির্বাচনের দাবি জানান স্বতন্ত্র প্রার্থী দোলন। সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- রাজশাহী অফিস জানিয়েছেন, ভোট কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল এবং পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন রাজশাহী-১ ও রাজশাহী-৬ আসনের পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থী। বুধবার দুপুরে রাজশাহীতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করবেন বলেও জানান তারা। এছাড়াও একই দাবি জানিয়েছে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী। রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক অভিযোগ করেন, 'নির্বাচনের দিন সকাল থেকে পরিবেশ ও ভোটগ্রহণ সুষ্ঠু হলেও বেলা ১২টার পর থেকে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ফলে ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে। আমি মনে করি, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের পরে আমাদের কর্মীদের একের পর এক মারধরসহ বাড়ি-ঘরে হামলা ও পুড়ানো হয়েছে।' রাহেনুল হকের পর পুনঃনির্বাচনের দাবি ও ভোট পরবর্তী সময়ে হামলা-মামলার অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানি। এ সময় তিনি ভোটের দিনে প্রশাসনের একপাক্ষিক ভূমিকা ও নানা অনিয়ম তুলে ধরেন। পাশাপাশি তিনি এই আসনে পুনঃনির্বাচনের দাবি জানান। এছাড়াও ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন দিয়েছেন রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। মঙ্গলবার তিনি নিজে এই লিখিত আবেদন করেন। এনামুল হক অভিযোগ করেন, '১২২টি কেন্দ্রের মধ্যে ৪০টিতে আমার এজেন্টকে থাকতে দেয়নি। বাধার কারণে আমার সমর্থকরা ভোট দিতে কেন্দ্রে যেতে পারেনি। প্রশাসনের কর্মকর্তাদের বললেও তারা সহযোগিতা দেয়নি। এছাড়াও বেলা ২টা পর্যন্ত যেখানে ২৭ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল। কিন্তু দুই ঘণ্টার ব্যবধানে সেটি কি করে ৫৫ শতাংশ হয়ে গেল এ নিয়ে প্রশ্ন রয়েছে। আমি মনে করি এ নির্বাচন নিরপেক্ষ হয়নি। এদিকে ফরিদপুর প্রতিনিধি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের ভোট পুনরায় গণনা ও নির্বাচনী অনিয়ম হওয়া অর্ধশতাধিক ভোটকেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। বুধবার তথ্য-প্রমাণাদিসহ ফরিদপুর-১ আসনের অর্ধশতাধিক কেন্দ্রে নির্বাচনী নানা অনিয়ম তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এক আবেদনে দোলন এই দাবি জানান। সিইসির কাছে অভিযোগে আরিফুর রহমান বলেন, ফরিদপুর-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়ম, নন-ভোটার দিয়ে ভোট প্রদান, অনেক কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনী আইন লঙ্ঘনসহ ব্যাপক জালভোট দিতে দেখা গেছে একজন বিশেষ প্রার্থীর পক্ষে। মৃত ব্যক্তি প্রবাসীদের ভোটও নেওয়া হয়েছে।' তিনি বলেন, 'নির্বাচন কমিশন চেয়েছিল একটি সুষ্ঠু ভোট করতে। তাই ফরিদপুর-১ আসনে আরও যে কেন্দ্রগুলোতে ভোট গণনায় অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে সেখানেও পুনরায় ভোট গণনার দাবি করছি।'