সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও নির্বাচন পর্যবেক্ষক জিম বেটসের ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন
প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
মঙ্গলবার সকাল ৯টায় সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও নির্বাচন পর্যবেক্ষক জিম বেটস বাংলাদেশের প্রথম অত্যাধুনিক ও দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচ্য পয়ঃশোধনাগার পরিদর্শন শেষে জিম বেটস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং উদ্ধৃত করেন যে, 'ঞযরং চষধহঃ রং ধ :ৎবসবহফড়ঁং ভধপরষরঃু ধহফ পড়সসবহফ :যব ংঃধভভ ধহফ :যব খবধফবৎংযরঢ় ড়ভ ঞধয়ংবস অ কযধহ ৎবংঢ়বপঃভঁষষু' অর্থাৎ দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকা ওয়াসা তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নের এক নতুন মাইলফলক। এছাড়াও তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
উলেস্নখ্য, তিনি একপর্যায়ে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মত ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি