ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে আওয়ামী লীগ মনোনীত আলাউদ্দিন চৌধুরী নাসিম এক লাখ ৮২ হাজার ৭৬০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজর ১৯৫ ভোট।
এদিকে ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইমলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন চার হাজার ৮৫৮ ভোট। নিজাম উদ্দিন হাজারী এ নিয়ে পরপর তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হয়েছেন।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে মহাজোট মনোনীত মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র পার্থী হাজী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন।