শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শিবালয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বেতন বন্ধ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিবালয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বেতন বন্ধ

মানিকগঞ্জের শিবালয়ের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের ডিসেম্বর মাসের বেতন দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়-ব্যয় বিধি মোতাবেক পরিচালিত না করে স্বেচ্ছাচারিতাভাবে খরচ করা ও ওই বিদ্যালয়ের দুইজন দাতা সদস্যকে অবৈধভাবে ভোটার করার কারণে গত ডিসেম্বর মাসের বেতন বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম জানান, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ২০১২ সাল থেকে বিদ্যালয়ের আয়-ব্যয় ব্যাংক অ্যাকাউন্টে ও ক্যাশ বহিতে সমন্বয় না করে স্বেচ্ছাতারিতাভাবে খরচ করায় ২০২২ সালের ২ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে রোস্তম আলী খান লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের কারণে গত ডিসেম্বর মাসের বেতন বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, 'বেতন বন্ধের ব্যাপারে আমার জানা নেই।'

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের জানান, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের অনিয়ম-দুর্নীতির কারণে ইসমাইল হোসেনের বেতন বন্ধ করেছে ডিজি অফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে