বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাগেরহাটে জমি বিরোধে নারীসহ আহত ৭

বাগেরহাট প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাগেরহাটে জমি বিরোধে নারীসহ আহত ৭

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা এলাকায় জমি নিয়ে বিরোধে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকলে এ ঘটনাটি ঘটে। দুই পক্ষের সংঘর্ষে আহতরা হলেন- হিজলা নতুনচর এলাকার মো. হাফিজুর মোলস্না (৩৫), শফিক মোলস্না (৩০), কেয়া বেগম (২৩), মহিবর মোলস্না (৬৫), মাসুদ মোলস্না (৪৫), আহম্মদ মোলস্না (৫৫), দ্বীন ইসলাম (৩০)। এদের মধ্যে হাফিজুর মোলস্না বেশি আহত হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলার হিজলা এলাকায় মঙ্গলবার সকালে জমি নিয়ে মারামারির ঘটনায় ৮ থেকে ১০ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে ৭ জনকে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, হিজলা নতুনচর এলাকায় জমি নিয়ে স্থানীয় হাফিজুর মোলস্না ও মহিবর মোলস্না গ্রম্নপের মধ্যে সকালে লাঠিসোটা নিয়ে মারামারি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে