প্রয়াত শওকত আলী সরকার বীরবিক্রমের স্মরণে ও চিলমারী পুরাতন ঐতিহ্য সংগ্রহশালা হিসেবে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পাবলিক লাইব্রেরির ভবনে 'বীরবিক্রম মিনি মিউজিয়াম' উদ্বোধন করে উপজেলা প্রশাসন। সেখানে চিলমারীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কালেরসাক্ষীসহ মুক্তিযুদ্ধের দুর্লভ চিত্রশিল্প ফুটে তোলা হয়েছে। এতে স্থানীয় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চিলমারীর ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
তবে, গত ৩ জানুয়ারি সকালে মিনি মিউজিয়ামটি 'উপজেলা কিশোরী ব্রিগেড ফোর্স'র অস্থায়ী কার্যালয় হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, মৎস্য অফিসার নুরুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী প্রমুখ।
এদিকে বীরবিক্রম মিনি মিউজিয়ামে সংগঠনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংগঠনের সভাপতি রাইয়াত মারিয়া সরশী বলেন, 'আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছি। তিনি আমাদের অনুমতিপত্র গ্রহণ করেছেন।'
বীরবিক্রম মিনি মিউজিয়ামের দায়িত্বে থাকা সুমিত্রা রানী জানান, 'এ বিষয়ে আমার জানা নেই, তবে গত ২ জানুয়ারি তারা আমাকে চেয়ারম্যানের স্বাক্ষরিত অনুমতিপত্র দেখিয়েছিলেন।'
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, 'আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করছি। কারণ মিউজিয়ামে ইতিহাস-ঐতিহ্যের কিছু আলোকচিত্র আছে। যেসব দেখে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে।'
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু
জানান, 'মিউজিয়ামের কার্যালয়ের কক্ষ বাইরের কোনো সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে পারে কি না বা কতটুকু যুক্তিসঙ্গত, তা আমার জানা নেই। তবে এটা মোটেও ঠিক হয়নি।'
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন জানান, তারা আবেদন করেছিল। এর প্রেক্ষিতে এক মাসের জন্য কক্ষটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম জানান, নির্বাচনী মিটিংয়ে থাকায় বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে একজন এ বিষয়ে জানিয়েছিলেন।
স্থানীয় অনিবন্ধিত সংগঠন 'উপজেলা কিশোরী ব্রিগেড ফোর্স' ২০২১ সাল থেকে
চিলমারী উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী মেয়েদের বাল্যবিয়ে প্রতিরোধ, ব্যক্তিগত সুরক্ষা, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, সর্বোপরি নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে আসছে।