শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ঠান্ডাজনিত জ্বর সর্দি-কাশি রোগীর সংখ্যা বাড়ছে

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঠান্ডাজনিত জ্বর সর্দি-কাশি রোগীর সংখ্যা বাড়ছে

গত কয়েক দিনে ঠান্ডাজনিত রোগে শিশু-বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ছেন। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হারে রোগীর উপস্থিতির কথা আটঘরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়া স্থানীয় বাজারগুলোতে স্থানীয় ডাক্তার একই কথা বলছেন।

পাবনার আটঘরিয়াসহ আশপাশের এলাকায় বিগত এক সপ্তাহ যাবত মৃদু শৈত্য প্রবাহ চলছে, এতে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশু-বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। উপজেলা হাসপাতাল এবং স্থানীয় ডাক্তারদের কাছে ঠান্ডা জনিত জ্বর,সর্দি,কাশি নিয়ে বেশি রোগী ভিড় করছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে