গোপালগঞ্জের কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় মহেশপুর ইউনিয়নের সদস্যদের হাতে ওই ইউপি'র চেয়ারম্যান মো. লুৎফর রহমান মিয়া লুথু লাঞ্ছিত হয়েছেন। ইউনিয়নটির দুই মেম্বার ও এক মহিলা মেম্বারের স্বামী চেয়ারম্যানকে মারপিট করে পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশে জানালে কাশিয়ানী থানা-পুলিশ ওর্ যাব-৬ এসে তাকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় মেম্বার আলীম মোলস্না, মিজান ফকির ও ৪, ৫, ৬নং ওয়ার্ডের নারী মেম্বার রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকির হোল্ডিং ট্যাক্সের টাকা উত্তোলনের বিষয় নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথুর কাছে আসেন।
এ নিয়ে দুই মেম্বার ও নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। এর এক পর্যায়ে চেয়ারম্যান তাদের গালিগালাজ করেন ও নারী মেম্বারের স্বামী হাবিব ফকিরকে লাথি মারেন। তখন অপর দুই মেম্বার মিজান ফকির, আলীম মোলস্না ও নারী মেম্বারের স্বামী হাবিব ফকির চেয়ারম্যানকে বেধড়ক মারপিট করে তার রুমে তালাবদ্ধ করে রাখেন।
কাশিয়ানী থানার ওসি মো. জিলস্নুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। উভয় পক্ষকে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।