শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শিবগঞ্জে ৭ বছর পর ফের শুরু হলো মডেল মসজিদের কাজ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিবগঞ্জে মডেল মদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হকসহ অন্যরা -যাযাদি

বগুড়ার শিবগঞ্জে গণপূর্ত বিভাগের মডেল মসজিদের নির্মাণকাজ ১২ কোটি ১৪ লাখ টাকায় টেন্ডারের মাধ্যমে পেয়ে কাজ শুরু করেন কাজী এরফানুর রহমান নামীয় ঠিকাদার প্রতিষ্ঠান। নির্মিত মডেল মসজিদ নির্মাণ কাজ গত পাঁচ বছর আগে শুরু করে। দীর্ঘদিনেও নির্মাণকাজ সমাপ্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার ধর্মপ্রাণ মুসলিস্নারা।

তখনকার ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ ব্যয় লাভজনক না হওয়ায় কাজ ফেলে রেখে পালিয়ে যায়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংবাদ ২০২২ সালের ১৫ অক্টোবর মাসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর কর্তৃপক্ষ কাজটি শুরু করার লক্ষ্যে রি-টেন্ডার ঘোষণা করেন এবং নির্মাণ ব্যয়ভার বৃদ্ধি করেন এর ফলে আবারও নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানটি মডেল মসজিদের কাজ শুরু করেছেন।

কাজ চলাকালীন বুধবার মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া টুকুল ও উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন এসও রেজাউল করিম, কার্য সহকারী মাহমুদুল নবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে