জামানত হারালেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
নারায়ণগঞ্জ-১ আসনে ভোটে দাঁড়িয়ে জামানত খুইয়েছেন তৃণমূল বিএনপি মহাসচিব তৈমূর আলম খন্দকার। সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, তৈমূর আলমের আসনে ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ ভোটারের বিপরীতে ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার হার ৫৫ দশমিক ১৪ শতাংশ। আসনটিতে ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৩৫টি। তৈমূর আলম পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তৈমূর আলম প্রদত্ত ভোটের মাত্র দেড় শতাংশ পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান আছে।
এ প্রসঙ্গে জানতে তৈমূর আলম খন্দকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, এ আসনে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।
এ আসনে নয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সাতজনই তাদের জামানত হারিয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান।