শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ভোটকেন্দ্র বন্ধ করার চেষ্টা বাঁশখালী পৌর কাউন্সিলর গফুরের ৩ বছরের সাজা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভোটকেন্দ্র বন্ধ করার চেষ্টা বাঁশখালী পৌর কাউন্সিলর গফুরের ৩ বছরের সাজা

চট্টগ্রামের বাঁশখালীতে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগে নৌকার সমর্থক পৌরসভা আওয়ামী লীগ নেতা ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুর (৩৯)-কে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম ১৬ নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ খাইরুল ইসলাম চৌধুরী।

রোববার দুপুরে ভোটগ্রহণের সময়ে দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বন্ধ করার চেষ্টায় গফুরের তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ জানান, 'ভোট গ্রহণের সময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসবের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে