ঢাকা ২ ও ৩ আসনে বিপুল ভোটে কামরুল ও বিপুর জয়
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
আনিসুর রহমান বলেন, ঢাকা-২ আসনে ১৯৭টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম। তিনি পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩৫ ভোট।
অন্যদিকে, ঢাকা-৩ আসনে ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নসরুল হামিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির সরকার লাঙ্গল প্রতীক পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট।